সিলেটে ইয়াবা কারবারি নাজমাসহ দুই জন গ্রেফতার

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

সিলেটে ইয়াবা কারবারি নাজমাসহ দুই জন গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমায় র‍্যাবের অভিযানে মহিলাসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে কদমতলী বাসস্ট্যান্ড এর এনা বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, র‍্যাব-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল গতকাল রবিবার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান শুরু করে। এসময় এনা বাস কাউন্টারের সামনে থেকে দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলো- গোয়াইঘাটের সাকের পেখা খাল গ্রামের স্বামী-লিয়াকত আলীর স্ত্রী নাজমা বেগম (৫০) ও পাবনা জেলার সদর থানার বাহাদুরপুর গ্রামের আঞ্জুরুল শেখের ছেলে মো.রিপন হোসেন পাভেল (৩১)। এসময় তাদের হেফাজতে থাকা ১ হাজার ৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ১৮হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়। পরে র্যা ব বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ