সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩
শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
অনলাইন ডেস্ক
হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের শাখা ও উপশাখা আগামী শুক্র ও শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটির ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা ও উপশাখা সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শুক্র (১৬ জুন) ও শনিবার (১৭ জুন) খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট ব্যাংকিং সময় অনুয়ায়ী এ ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। অর্থ্যাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলবে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো শুক্র ও শনিবার খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয়।
এবারের পবিত্র হজ পালনের উদ্দেশে শেষ হজ ফ্লাইট সৌদি আরবে যাবে ২২ জুন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট আসবে ২ আগস্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ কিংবা ২৮ জুন পবিত্র হজ পালিত হবে। বাংলাদেশ থেকে এবার মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি