সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩
ছাতকে ছাত্রলীগ নেতা ইফতির দাফন সম্পন্ন, শোক
ছাতক প্রতিনিধি
সুুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন ইফতির(২৩) দাফন সম্পন্ন হয়েছে। হাজারও জনতার উপস্থিতিতে বুধবার রাত সাড়ে ৯টায় ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাযা শেষে পঞ্চায়েতি কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। নিহত ইফতি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সুনু মিয়ার ছেলে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ৩১ মে বিকেলে ছাতকের গনেশপুর খেয়াঘাট এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ছাতক সরকারী কলেজের মেধাবী ছাত্র ইফতি। তাঁকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ইফতি দুই সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
থানাপুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় গত ১ জুন ইফতির বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৪ আসামি উচ্চআদালত থেকে আাগাম জামিনে নিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে তদন্তপূর্বক অপরাধীদেরদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ইফতির অকাল মৃত্যুতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ ধেকে একটি শোক বার্তা দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত ওই শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ও দোষীদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপংকর কান্তি দে এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি