সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩
৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের বাসিন্দাদের প্রতি প্রার্থী সুবিনার ‘খোলা চিঠি’
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের বাসিন্দাদের প্রতি ‘খোলা চিঠি’ লিখেছেন সংরক্ষিত প্রার্থী সুবিনা বেগম সুবনা।
রবিবার (১৮ জুন) সুবিনা তাঁর এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন- “আমার পিতৃভূমি, প্রাণপ্রিয় ৪০,৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের শ্রদ্ধেয় মুরুব্বিয়ান, যুবসমাজ, ছাত্রসমাজ ও মমতাময়ী মা ও বোনেরা।
আপনারা জানেন, আমি বৃহত্তর কুচাইয়ের মেয়ে। এই এলাকায় আমার জন্ম। এই এলাকায়ই আমার বিয়ে হয়েছে। সুতরাং আপনাদের সাথে আমার নাড়ির সম্পর্ক। আমি আপনাদেরই মেয়ে, আপনাদের বোন।
২১ জুন সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, আমি ৪০,৪১ ও ৪২ নম্বর সংরক্ষিত ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতা করছি। দীর্ঘ এ কয়েকদিন আপনারা আমার জন্য দিনরাত পরিশ্রম করেছেন। আপনাদের অকুণ্ঠ সমর্থন আমারমতো একজন ক্ষুদ্র মেয়েকে চিরঋণের জালে আবদ্ধ করেছে। আপনাদেরকে প্রতিদানে আমি কিছুই দিতে পারিনি। তবে আপনাদের মেয়ে ও বোন হিসেবে এটি বলতে পারি, যদি আল্লাহ চান আর আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই-তবে আপনাদের মেয়ে এবং বোন হয়েই আপনাদের পাশে থাকবো। আপনাদের সুখে-দুঃখে আপনাদের একজন হয়েই পাশে থাকবো ইনশাআল্লাহ।
প্রিয় এলাকাবাসী, আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই; তবে আমার নির্বাচনী এলাকার ৪০,৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের পিতৃতুল্য মুরুব্বিয়ান ও যুবক ভাইদের সমন্বয়ে পৃথক তিনটি উন্নয়ন কমিটি গঠন করবো। এলকার প্রধান সমস্যা সমাধানে যিনি মেয়র নির্বাচিত হবেন, তাঁকে নিয়ে দ্রুত তা সমাধান করবো ইনশাআল্লাহ।
আপনারা জানেন, নারীরা বিভিন্ন কারণে বৈষম্যের শিকার হন। আমি তাদেরই একজন হয়ে নারী উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষিত তরুণ, যুবসমাজ ও শিক্ষিত যুবতী বোনদের কর্মসংস্থানের জন্য তিনটি ওয়ার্ডে নির্বাচিত তিনজন পুরুষ কাউন্সিলরকে সাথে নিয়ে কাজ করার পরিকল্পনা আমার রয়েছে। মসজিদ, মাদ্রাসা ও এলাকায় থাকা মন্দিরসহ সকল ধর্মিয় উপাসনালয়ের উন্নয়নে আমি অগ্রণী ভূমিকা পালন করবো।
পরিশেষে বলতে চাই, এই এলাকায় আমার জন্ম, যদি মরে যাই আর আল্লাহ যদি চান তাহলে এই এলাকায়ই আমার দাফন-কাফন হবে। আমি মনেকরি, এই এলাকাবাসীর সাথে জন্ম-মৃত্যুর নিবিড় এক বন্ধনে আমি আবদ্ধ। সেই বন্ধন অটুট রাখতে আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহতালা যেন আপনাদের মেয়েকে আপনাদের সেবিকা হিসেবে কবুল করেন। আমিন।”
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি