সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৩
প্রতীকী ছবি
ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের হামাসের
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইসরায়েল ১৬ বছর ধরে যে অবরোধ দিয়ে রেখেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি অভিযোগ দায়ের করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
চলমান অবরোধের নামে গাজার লোকজনের ওপর ইসরায়েলের যে যুদ্ধাপরাধ করেছে তা নিয়ে হামাসের আইনপ্রণেতারা এই অভিযোগ দায়ের করেন।
বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল মঙ্গলবার এ খবর দিয়েছে।
হামাসের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই অভিযোগ দায়ের করবেন ফ্রান্সের আইনজীবী জিল দিউভার। অভিযোগ দায়ের সম্পর্কে গাজা উপত্যকার মানবাধিকার কমিটির প্রধান হুদা নাইম বলেন, “আমরা উপনিবেশবাদী, অপরাধী ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ লড়াইয়ে রয়েছি এবং আইনগত লড়াই হচ্ছে অন্যতম প্রধান হাতিয়ার। দখলদার ইসরায়েলের অস্তিত্ব নির্ভর করে তার সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সমর্থন ও মদদের ওপর। আইসিসিতে দায়ের করা এই অভিযোগের কারণে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং ফিলিস্তিনি জনগণের অধিকারকে মারাত্মকভাবে লঙ্ঘন করার ঘটনা বিশেষ করে গাজার ওপর অবরোধ দেয়ার বিষয়টিকে অপরাধ হিসেবে তুলে ধরা সহজ হবে।”
ফিলিস্তিনের এ কর্মকর্তা বলেন, “ফিলিস্তিনিদের অবস্থান শক্তিশালী করতে, দখলদার ইসরায়েলের ফ্যাসিবাদী চরিত্র এবং তাদের অপরাধগুলোকে আন্তর্জাতিক জনমতের সামনে তুলে ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর বিশেষ প্রয়োজন রয়েছে।”
২০০৭ সাল থেকে ইসরায়েল গাজা উপত্যকার ওপর অবরোধ দিয়ে রেখেছে। এর ফলে সেখানকার জনগণ মারাত্মক কষ্টের ভেতর দিয়ে দিন পার করছে। বছরের পর বছর গাজা উপত্যকার ওপর এভাবে অবরোধ দিয়ে রাখলেও আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলো সম্পূর্ণভাবে নিরব রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, তাগরিব নিউজ
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি