সিলেটে ঈদের দিনের আবহাওয়া যেমন থাকবে

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৩

সিলেটে ঈদের দিনের আবহাওয়া যেমন থাকবে

সিলেটে ঈদের দিনের আবহাওয়া যেমন থাকবে

নিজস্ব প্রতিবেদক

বুধবার দিবাগত রাত পোহালেই ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির তাগিদ নিয়ে বছর ঘুরে এসেছে খুশির দিন। দিনটি শুধু আনন্দের নয়, ত্যাগেরও। ‘আত্মপ্রতারণা আর খেলকা খুলিয়া’ ফেলে ‘মনের পশুরে করো জবাই’ করার দিন। আর এই দিনে সিলেটে কেমন থাকবে আবহাওয়া তা জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৮ জুন) বিকেলে এ নিয়ে সিলেট আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ সজিব হোসেন কথা বলেন, ঈদের আগের রাত ও ঈদের দিন সিলেট শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। যেহেতু এটি বর্ষা মাস তাই এমনটি হওয়াই স্বাভাবিক।

তিনি জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে।

এ সময়ে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে এবার মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরের শাহী ঈদগাহ ময়দানে।

ঈদকে কেন্দ্র করে আগের দিন থেকে প্রধান জামাতের স্থান শাহী ঈদগাহে সিসি ক্যামেরা স্থাপনসহ সিলেট মহানগরে পুলিশ নেবে সার্বিক নিরাপত্তাব্যবস্থা।

এ সংক্রান্ত আরও সংবাদ