সিলেট এখন অভিভাবকহীন!

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

সিলেট এখন অভিভাবকহীন!
রব্বানী চৌধুরী  :  হা সত্যিই বলছি।আমি আমার বউ-বাচ্চাদের নিয়ে আমার প্রাণপ্রিয় কলেজ ক্যাম্পাস দেখাতে নিয়ে যেতে পারবোনা।যে ক্যাম্পাসে ছিলো পবিত্রতা, সম্মান। যে ক্যাম্পাস ছিলো স্বৈরশাসক বিরোধী আন্দোলনের সুতিকাগার আজ সেই পবিত্র ক্যাম্পাস রক্তাক্ত, ধর্ষিত। সেই ক্যাম্পাসের ভিতরে বাহিরে পাঁচ পাঁচটি তাজা প্রাণ কেড়ে নেয়া হয়েছে। ঐতিহ্যবাহী ছাত্রাবাসকে ছাত্র নামধারী কিছু কুলাঙ্গার পুড়িয়ে দিয়েছে। জায়গা দখল, বাসাবাড়ী দখল, অবৈধ পথে টাকা বানানো যেন নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে।দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতারা টাকার বদৌলতে যেনতেনো লোকদেরকে কমিটিতে অন্তর্ভূক্ত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নির্বাচন করার জন্য মনোনয়ন দিচ্ছেন।আজকাল বালি খেকো, পাথর খেকো, টেন্ডার খেকো, বাড়ীর লজিং মাষ্টার, প্রত্যেক এম,পি মন্ত্রীর গিন্নি,এমনকি মন্ত্রীর এপিএসকেও অন্তর্ভূক্ত করে কমিটিতে প্রস্তাব করা হয়।যদিও মাননীয় নেত্রী বারবার কেন্দ্র থেকে শুরু করে জেলা নেতৃবৃন্দ হুসিয়ার করে দিচ্ছেন দলীয় কোন অপকর্মের কারনে সরকারের বিশাল বিশাল সফলতা যেন ম্লান হয়ে না যায়।কিন্তু কে কার কথা শুনে। যে পবিত্র সিলেটের মাটি থেকে হযরত শাহজালাল(রা:)এর মাজার জিয়ারতের মাধ্যমে সরকারের কার্যক্রম শুরু হয় সেখানে আজ,কাজ থেকে নিরাপদে বাড়ীতে ফেরার গ্যারান্টি নাই। মাত্র দশ হাজার টাকার জন্য নিরাপরাধ তিন মাসের শিশুর পিতাকে আইনের রক্ষকরা ভক্ষন করে ফেলেছে। বন্দর বাজার পুলিশ ফাঁড়ির এস আই আকবর নিরাপরাধ রায়হানকে মাত্র দশ হাজার টাকার ঘুষের টাকার জন্য পিটিয়ে মেরে ফেললো। আমার জানা মতে পুলিশ কমিশনারের পোষ্টিং তিন বৎসরের অধিক হয় না।কিন্তু সিলেট মেট্রপলিটন পুলিশ কমিশনার কিবরিয়া সাহেব কোন খুঁটির জোরে প্রায় পাঁচ বৎসর যাবত অবস্হান করিতেছেন ? এই কুখ্যাত এস আই আকবর আরেক কুখ্যাত ওসি প্রদীপের সাথে ছিলো।কমিশনার সাহেব কিসের বদৌলতে আকবরকে সিলেট নিয়ে এসেছেন? যে এস আই আকবর ২০১৪ সালে চাকুরী শুরু করেছিলো সে কিভাবে রাতারাতি ব্রাহ্মনবাড়ীয়ায় প্রাসাদ বানিয়ে ফেললো এবং অগাধ সম্পত্তির মালিক হয়ে গেলো ? সিলেট মেট্রপলিটন পুলিশ কমিশনারের নিয়ন্ত্রনাধীন ছয়টি থানা এবং এই ছয়টি থানার সব ধরনের পোষ্টিং এই কমিশনারের মাধ্যমেই হয়ে থাকে। এখন চিন্তা করেন সাহেবের কতটাকা ইনকাম ? সবাই মিলে মিশে পবিত্র সিলেটকে অপবিত্র করার মহোৎসব যেন শুরু হয়েছে। একজনের দ্বারা সমগ্র বাংলাদেশের অন্যায় অবিচার দেখা সম্ভব নয় ।রায়হানের তিন মাসের শিশুকে কে সান্তনা দেবেন ? এই যখন অবস্হা তখন চিৎকার করে জিজ্ঞাসা করি সিলেটের অভিভাবকরা আজ কোথায়??? আজ কাকে লাগাম টেনে ধরতে হবে ???
জয়বাংলা। রব্বানী চৌধুরী নিউইয়র্ক

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ