কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুই বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুই বৃদ্ধের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক বৃদ্ধ অসুস্থ্য অবস্থায় বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন।

করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী হলেন-ভানুবিল গ্রামের ওয়াহিদ মিয়া (৬০) ও প্রতিবেশী আলতা মিয়া (৬২)। আর বাড়িতে অসুস্থ অবস্থায় চিকিৎসা সেবা নিচ্ছেন রমুজ মিয়া (৫৭)। এ ঘটনার পর থেকে স্থানীয়ভাবে ভানুবিল ও আশপাশের গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে সরেজমিন ভানুবিল গ্রামে গেলে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভানুবিল গ্রামের ওয়াহিদ মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে বৃদ্ধ ওয়াহিদ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে রাত ১১টায় তার মৃত্যু হয়।

এদিকে শুক্রবার সকাল ৭টায় জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে মারা যান ওয়াহিদ মিয়ার সাথে থাকা প্রতিবেশী আলতা মিয়া। একই সাথে একই গ্রামের রমুজ মিয়া নামের আরও এক বৃদ্ধ একই উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন। আদমপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য কে. মনিন্দ্র সিংহ জানান, মৃত দুইজন ও অসুস্থ অপরজন একই উপসর্গ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মৃত দুইজনের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত দুজনসহ অপর অসুস্থ ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে দুই ব্যক্তির মৃত্যু ও একজন অসুস্থ থাকার কথা শুনে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়ার পর তারা মৃত দুই বৃদ্ধ ও অসুস্থ বৃদ্ধের নমুনা সংগ্রহ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ