সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩
যে শর্ত না মানলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান
অনলাইন ডেস্ক
এশিয়া কাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান। তারা এশিয়ার ক্রিকেটের এই সর্বোচ্চ আসর খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। সেই সূত্র ধরেই এবার ভারতের ওপর পাল্টা শর্ত চাপালেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। তিনি বলেছেন, যদি ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না চায়, তবে পাকিস্তান ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এহসান বলেছেন, ‘যখন থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার মন্ত্রণালয়ের অধীনে এসেছে, তখন থেকেই আমার ব্যক্তিগত মত হচ্ছে যদি ভারত এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়, তবে আমরাও বিশ্বকাপে একই দাবি তুলবো।’
এই মন্ত্রী জানিয়েছেন, উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি তার সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে জানিয়েছেন। এখন শাহবাজই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তার মতে ক্রিকেট নিয়ে রাজনীতি করছে ভারত।
এহসান বলেছেন, ‘আমি বুঝতে পারছি না ভারত কেন তার ক্রিকেট টিমকে পাকিস্তানে পাঠাতে চায় না। কিছুদিন আগেও বেসবলের বড় বহর ভারত থেকে ইসলামাবাদে খেলতে এসেছে। তাদের তাস খেলার একটি দলও পাকিস্তান ভ্রমণ করেছে। যে বহরের ৬০ জনের বেশি সদস্য ছিল। আমি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলাম। তারা এখান থেকে জিতে গেছে। পাকিস্তানের ফুটবল, হকি ও দাবা টিমও ভারত সফর করেছে।’
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি