সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দয়ালের মতবিনিময়
অনলাইন ডেস্ক
সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী দয়াল উদ্দিন তালুকদার।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামস্থ তার গ্রামের বাড়িতে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দয়াল উদ্দিন তালুকদার বলেন, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিজয়ী হলে ‘বিশ^নাথ ইউনিয়ন পরিষদ’কে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে কাজ করে যাবেন। বিজয়ী হলে ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করা, চলাচলের রাস্তা সংস্কার করা, বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতা, ক্রীড়া-শিক্ষাসহ মানুষের সার্বিক কল্যাণে কাজ করবেন।
দয়াল উদ্দিন সভায় আরও বলেন, ‘বিগত ৭ বছর ধরে ইউনিয়নে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে আমি গিয়েছি। তাই কার কি প্রয়োজন তা আমি জানি। তাই বিজয়ী হলে জনগনের আমানত সুষম বন্ঠন ও সরকারি সকল সেবা সহজীকরণ করে মানুষের দৌরগোঁড়ায় পৌঁছে দেব। এছাড়া সরকারি বরাদ্ধের পাশাপাশি প্রবাসী ও আমার নিজস্ব অর্থায়নে ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করে যাবো। সবার উৎসাহ-উদ্দিপনায় আগামী ১৭ জুলাই আনারস প্রতীকের বিজয় শতভাগ হবে বলে আশা করছি। এজন্য আমি চাই একটি অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন। আশা রাখি প্রশাসন একটি সুষ্টু নির্বাচন উপহার দিবে। এতে সাংবাদিকদেরও সহযোগিতা চান তিনি।’
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দয়াল উদ্দিন তালুকদারের ভাই যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কদ্দুছ তালুকদার, মঈন উদ্দিন তালুকদার, জৈন উদ্দিন তালুকদার, রিয়াজ উদ্দিন তালুকদার ও সংগঠক নূরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি