শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী : ডা. দুলাল

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী : ডা. দুলাল

শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী : ডা. দুলাল

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার মনে করে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখায় এর মূল্যায়ন হিসেবে জনগণ ভোটের সময় নৌকা প্রতীকই বেছে নেয়।

তিনি বলেন, টানা ৩ মেয়াদে সরকার ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে তা আর কোন সরকারের আমলেই সম্ভব হয়ে উঠেনি। শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী।

শনিবার (১৫ জুলাই) ঐতিহ্যবাহী বালাগঞ্জ বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ডা. দুলাল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বদা এদেশের জনগণের জীবনমানের উন্নয়ন নিয়ে মগ্ন থাকেন। তার চিন্তা-চেতনার সবটুকুই এদেশের জনগণ। তিনি বিশ্বাস করেন, একমাত্র জনগণই তাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে এবং জনগণই ভোট দিয়ে ক্ষমতায় রাখতে পারে।

গণসংযোগকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলু ভূষণ দে, হুমায়ুন রশীদ চৌধুরী, ডা. রেজাউল কবির রাজিবসহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের বিভিন্নস্থরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ