ভেন্টিলেটর খুলে এসি চালালেন স্বজনরা, শ্বাসকষ্টে মারা গেলেন করোনা রোগী!

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০

ভেন্টিলেটর খুলে এসি চালালেন স্বজনরা, শ্বাসকষ্টে মারা গেলেন করোনা রোগী!

অনলাইন ডেস্ক :; করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন এক রোগীর ভেন্টিলেটরের সংযোগ খুলে এসির সংযোগ দিয়েছিলেন স্বজনরা। এতে গুরুতর অবস্থায় থাকা ওই করোনা রোগীর মৃত্যু হয়। সোমবার রাতে ভারতের রাজস্থান রাজ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভারতের রাজস্থানের এমবিএস হাসপাতালের আইসিইউতে ছিলেন ওই রোগী। গত সোমবার রাতে ওই রোগীকে তার কিছু আত্মীয়-স্বজন দেখতে আসেন। হাসপাতালে কিছুক্ষণ থাকার পর তাদের গরম লাগা শুরু করে। ‘গরমে অসহ্য হয়ে পড়ে’ তারা ভেন্টিলেটরের সংযোগ খুলে এসির সংযোগ দেন। পরে ভেন্টিলেটরের ব্যাটারি শেষ হয়ে গেলে ওই রোগীর অবস্থা দ্রুতই খারাপ হতে থাকে। এক পর্যায়ে ওই রোগী মারা যান।
রোগীর পরিবার যখন রোগীর অবস্থার অবনতি লক্ষ্য করেন, তারা সিপিআর করানো ডাক্তারদের জানিয়েছিল ততোক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল। এই ঘটনার পর ওই রোগীর স্বজনরা উল্টো হাসপাতাল কর্তৃপক্ষকে হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ