জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ আটক-১

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩

জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ আটক-১

জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ আটক-১

 

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরাইপথে আসা ভারতীয় চিনি বুঝাই একটি ডিআই পিকআপ গাড়ীসহ চালককে আটক করা হয়েছে। পুলিশ সুত্রে যান জায, জৈন্তাপুর সীমান্ত থেকে তামাবিল সড়ক হয়ে সিলেটে নিয়ে জাবার সময় ২রা আগষ্ট বুধবার ভোর ৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বস্তা চিনি ও একটি ডিআই পিকআপ সহ শামীম আহমেদ (২২) নামক এক ব্যাক্তিকে আটক করা হয়। শামীম আহমেদ উপজেলার লামা শ্যামপুর গ্রামের মো: হোসন আলির ছেলে। বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানা মামলা নং ০২, তাং ০২/০৮/২০২৩ রুজু করা হয় এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ।