সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
অনলাইন ডেস্ক :: টানা ১০০ দিন করোনা বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে ফিরলেও ভাগ্য খুলেনি আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের।
ম্যানচেস্টার সিটির বিপক্ষের প্রথম ম্যাচে জায়গা হয়নি এক সময়ের এই সেরা তারকার।
বিগত ম্যাচগুলোর পারফরম্যান্সের কারণেই স্কোয়াডে ওজিলকে রাখেননি কোচ মাইকেল আর্তেতা।
ক্যারিয়ারের পড়ন্ত বিকালে তার পেছনে স্রোতের ঢলের মতো টাকা ঢালছে আর্সেনাল। কিন্তু বিপরীতে উল্লেখ করার মতো কিছুই দিতে পারছেন না এই জার্মান তারকা।
এতে নানা সমালোচনার মুখে পড়ছেন তিনি। তার পেছনে ক্লাবের খরচ নিয়েও সংবাদ প্রকাশ করছে বিভিন্ন খেলাভিত্তিক গণমাধ্যম।
কেননা করোনাকালে খেলা বন্ধ থাকায় ক্ষতি পোষাতে ফুটবলারদেরকে ১২.৫ ভাগ পারিশ্রমিক কর্তনের প্রস্তাব দিয়েছিল আর্সেনাল। এই প্রস্তাবের তুমুল বিরোধিতা করেন ওজিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, ২০১৮ সালে ওজিলের সঙ্গে নতুন চুক্তি করে ক্লাব আর্সেনাল। নতুন চুক্তিতে ওজিলের সাপ্তাহিক পারিশ্রমিক গিয়ে দাঁড়ায় সাড়ে তিন লাখ ব্রিটিশ পাউন্ড।
এমন পারিশ্রমিকের বিপক্ষে চলতি মৌসুমে ২৩ ম্যাচ খেলে ওজিল গোল করেছেন মাত্র একটি। আর এসিস্ট করেছেন মাত্র তিনটি।
অংকের বিচারে চলতি মৌসুমে গোল প্রতি ওজিলের পেছনে আর্সেনালের ব্যায় হয়েছে ১৫.৭৫ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মূদ্রায় প্রায় ১৬৫ কোটি ২৭ লাখ টাকা)।
২৩ ম্যাচে ওজিল মাঠে দৌড়িয়েছেন ১৯৬৮ মিনিট। মিনিটের হিসাবে ওজিলের পারফরম্যান্স বিচার করলে, প্রতি মিনিট খেলার জন্য ওজিল আর্সেনাল থেকে নিয়েছেন ৮ হাজার ৩ পাউন্ড ( বাংলাদেশি মূদ্রায় প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা)।
তথ্যসূত্র: মার্কা, অল ফুটবল অ্যাপ, ডেইলি মেইল
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি