সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
স্পোর্টস ডেস্ক : টানা তিনমাস করোনা বিরতির পর অনেক ফুটবলার গতি হারিয়ে সেরা ছন্দেই রয়েছেন মেসি। লা লিগায় শেষ দুই ম্যাচে এমনটাই দেখা গেল।
মাঠে ফিরেই ছন্দের জাদু দেখিয়ে মায়ার্কোর বিপক্ষে গোল করেছেন বার্সা অধিনায়ক। এদিন দারুণ দুটি রেকর্ডও গড়ে ফেলেন মেসি।
লা লিগার সর্বোচ্চ গোলদাতা এবং প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১২ মৌসুমে ২০ বার বেশি গোল করা একমাত্র খেলোয়াড়ও হয়েছেন মেসি। এ কৃতিত্ব লা লিগায় আর কোনো ফুটবলারের নেই।
এতেই থামেননি আর্জেন্টাইন তারকা। লেগানেসের বিপক্ষে পরবর্তী ম্যাচে এক গোল করে ক্যারিয়ারের অন্যতম মাইলফলকের দোরগোড়ায় পৌঁছে যান বার্সা অধিনায়ক।
সেটি সহ ক্যরিয়ারে তার গোলের সংখ্যা হয় ৬৯৯টি। এবার মেসির ভাগ্যে নতুন রেকর্ডের হাতছানি। আর মাত্র একটি গোল করতে পারলেই ক্যারিয়ারে ৭০০তম গোলের চূড়ায় উঠে যাবেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার।
শুক্রবার রাতে সেভিয়ার বিপক্ষেই সে রেকর্ড স্পর্শ করবেন বলে আশা ছিল সমর্থকদের। কিন্তু তা আর হলো না। এদিন অনেকটাই নিষ্প্রভ ছিলেন মেসি। পুরো ম্যাচে খুব একটা ছন্দের জাদু দেখাতে পারেননি তিনি।
যে কারণে পরের ম্যাচের অপেক্ষায় প্রহর গুণতে হবে মেসির সমর্থকদের।
ক্যারিয়ারে বার্সেলোনার জার্সি গায়ে ৭২০টি ম্যাচ খেলে ৬২৯টি গোল করেছেন মেসি। আর দেশের জার্সিতে ১৩৮টি ম্যাচ খেলে গোল করেছেন ৭০টি।
তথ্যসূত্র: স্পোর্ট বাইবেল, ইউপিআই
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি