সেভিয়ার বিপক্ষের ম্যাচে যে রেকর্ড হয়নি মেসির

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

সেভিয়ার বিপক্ষের ম্যাচে যে রেকর্ড হয়নি মেসির

স্পোর্টস ডেস্ক : টানা তিনমাস করোনা বিরতির পর অনেক ফুটবলার গতি হারিয়ে সেরা ছন্দেই রয়েছেন মেসি। লা লিগায় শেষ দুই ম্যাচে এমনটাই দেখা গেল।

মাঠে ফিরেই ছন্দের জাদু দেখিয়ে মায়ার্কোর বিপক্ষে গোল করেছেন বার্সা অধিনায়ক। এদিন দারুণ দুটি রেকর্ডও গড়ে ফেলেন মেসি।

লা লিগার সর্বোচ্চ গোলদাতা এবং প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১২ মৌসুমে ২০ বার বেশি গোল করা একমাত্র খেলোয়াড়ও হয়েছেন মেসি। এ কৃতিত্ব লা লিগায় আর কোনো ফুটবলারের নেই।

এতেই থামেননি আর্জেন্টাইন তারকা। লেগানেসের বিপক্ষে পরবর্তী ম্যাচে এক গোল করে ক্যারিয়ারের অন্যতম মাইলফলকের দোরগোড়ায় পৌঁছে যান বার্সা অধিনায়ক।

সেটি সহ ক্যরিয়ারে তার গোলের সংখ্যা হয় ৬৯৯টি। এবার মেসির ভাগ্যে নতুন রেকর্ডের হাতছানি। আর মাত্র একটি গোল করতে পারলেই ক্যারিয়ারে ৭০০তম গোলের চূড়ায় উঠে যাবেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার।

শুক্রবার রাতে সেভিয়ার বিপক্ষেই সে রেকর্ড স্পর্শ করবেন বলে আশা ছিল সমর্থকদের। কিন্তু তা আর হলো না। এদিন অনেকটাই নিষ্প্রভ ছিলেন মেসি। পুরো ম্যাচে খুব একটা ছন্দের জাদু দেখাতে পারেননি তিনি।

যে কারণে পরের ম্যাচের অপেক্ষায় প্রহর গুণতে হবে মেসির সমর্থকদের।

ক্যারিয়ারে বার্সেলোনার জার্সি গায়ে ৭২০টি ম্যাচ খেলে ৬২৯টি গোল করেছেন মেসি। আর দেশের জার্সিতে ১৩৮টি ম্যাচ খেলে গোল করেছেন ৭০টি।

তথ্যসূত্র: স্পোর্ট বাইবেল, ইউপিআই

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ