গ্রামের বাড়িতে শায়িত হবেন কামাল লোহানী

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

গ্রামের বাড়িতে শায়িত হবেন কামাল লোহানী

সিল-নিউজ-বিডি ডেস্ক :: প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে ঢাকায় শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানে আজ বিকালেই তাকে দাফন করা হবে।

কামাল লোহানীর ছেলে সাগর লোহানী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দুপুর ২টার দিকে আমার বাবার মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য উদীচী কার্যালয়ে নেয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেয়া হবে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সনাতলা গ্রামে। সেখানেই স্বাস্থ্যবিধি মেনে আজ বিকালে দাফন করা হবে তাকে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল লোহানী। তার বয়স হয়েছিল ৮৬ বছর। নানা রোগের সঙ্গে তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন।

কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ