বিশ্বম্ভরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

বিশ্বম্ভরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

বিশ্বম্ভরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দৃষ্টিনন্দন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।

বুধবার দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্বম্ভরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তাজ্জত আলী খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, এলজিইডির তত্ত্বাবধানে ২ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে বিশ্বম্ভরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়।

পরে বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবকের পরিবার ও দরিদ্র পরিবার এবং মসজিদ-মন্দিরে চেক ও ঢেউটিন বিতরণ করেন পীর মিসবাহ এমপি।

বিডি-প্রতিদিন