ইউক্রেনের স্কুলে রাশিয়ার হামলায় নিহত ৪

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

ইউক্রেনের স্কুলে রাশিয়ার হামলায় নিহত ৪

ইউক্রেনের স্কুলে রাশিয়ার হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক

ইউক্রেনে স্কুলে রুশ হামলায় ৪ জন নিহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো এই তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের এই মন্ত্রী বলেছন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রোমনির একটি স্কুলে রুশ হামলায় অন্তত চারশিক্ষাকর্মী নিহত ও চারজন আহত হয়েছেন।
ক্লিমেনকো বলেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে স্কুল পরিচালক, উপ-পরিচালক, সচিব এবং একজন গ্রন্থাগারিকের মৃতদেহ উদ্ধার করেছে। তিনি আরও জানান, স্থানীয় চার জন বাসিন্দা আহত হয়েছেন। তারা স্কুলটি অতিক্রম করছিলেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের সম্মেলন চলছে। ব্রিকসের অন্যতম সদস্য দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা বলেছেন, ব্রিকসভুক্ত দেশগুলো যুদ্ধের সমাপ্তি চায়। তিনি বলেন, ব্রিকস দেশগুলি যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন এবং রাশিয়ার প্রচেষ্টার সাথে যুক্ত আছে। সংঘাত মোকাবিলায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সীমাবদ্ধতার সমালোচনা করেন তিনি।

বিডিপ্রতিদিন