ঋণ খেলাফিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা: পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩

ঋণ খেলাফিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা: পরিকল্পনা মন্ত্রী

ঋণ খেলাফিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা: পরিকল্পনা মন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঋণ খেলাপিদের ধরতে দেশে আইন আছে। যে ব্যাংক থেকে ঋণ নিয়ে মানুষ খেলাপি হয়েছে সেই ব্যাংক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। টাকা আদায় করার আইনগত পদ্ধতি আছে। এর বাইরে যাওয়ার কোনো পদ্ধতি নেই। আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আলাদা কোনো আইন আমরা তৈরি করতে পারি না। পারবো না। এটা সরকারের বিশেষ আইনের মাধ্যমে ধরা হয়ে থাকে।

নির্বাচনে জামায়াতে ইসলাম অংশগ্রহণ করবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের মন্ত্রী জামায়াত একটি জঙ্গি সংগঠন, অনেকে বলে, হয়তো আমিও বলি। তাদের নিবন্ধনের বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। আইনত জামাত নির্বাচন করতে পারবে না। তারপরও নির্বাচন কমিশন আছে তারা এই বিষয়গুলো দেখবে। নির্বাচন কমিশন স্বাধীন একটি সংস্থা।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার আবদুল মজিদ কলেজের ৫ তলা প্রশাসনিক কাম মাল্টিপারপাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন হবে প্রচলিত আইন অনুযায়ী। কোনও পন্ডিত যদি বলে নির্বাচন সুষ্ঠু হবে না, তা হলে তে হবে না। সাধারণ মানুষ কি চায় সেটা দেখতে হবে। সাধারণ মানুষ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয় নি তা হলে বলা যায় যে নির্বাচন সুষ্ঠু হয় নি। কিন্তু সাধারণ মানুষ তো বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সাধারণ মানুষ তো নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করছে। কেউ যদি নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তা হলে কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীক, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ