গাজীপুরে নগর উন্নয়নে নতুন মেয়রকে সহযোগিতার আশ্বাস

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩

গাজীপুরে নগর উন্নয়নে নতুন মেয়রকে সহযোগিতার আশ্বাস

গাজীপুরে নগর উন্নয়নে নতুন মেয়রকে সহযোগিতার আশ্বাস

অনলাইন ডেস্ক

নগর উন্নয়নে গাজীপুর সিটি’র নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে সহযোগিতার আশ্বাস দিলেন বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

আজ রবিবার বিকালে গাজীপুর সিটি’র নগর ভবনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
তিনি বলেন, ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দীর্ঘ দিনের অভিজ্ঞা রয়েছে, সে হিসেবে যদি নবনির্বাচিত মেয়র প্রয়োজন মনে করেন কিংবা যে কোন সহযোগিতা চান আমি দিতে প্রস্তুত।

এসময় দীর্ঘ ২১ মাস দায়িত্বে থাকাকালীন সময়ে নগরের উন্নয়ন, অফিসের খরচ কমানো, কোটি কোটি টাকার রাজস্ব আদায় ও অনিয়ম দুর্নীতি রোধে কার্যকরি পদক্ষেপ গ্রহণের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বার্হী কর্মকর্তা এফএম সফিউল আজম, কাউন্সিলর আবুল হোসেন, গিয়াস উদ্দিন সরকার, নরুল ইসলাম নূরু, আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

বিডি প্রতিদিন