তাহিরপুর থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

তাহিরপুর থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জ জেলার তাহিপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শুক্রবার (১৯ জুন) সাড়ে ৭টায় র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আব্দুল­াহ এর নেতৃত্বে বাধাঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল­া জেলার বুড়িচং থানার দক্ষিণ গ্রামের জজু মিয়ার পুত্র মো. রুবেল মিয়া (৩৮) ও নেত্রকোণা জেলার কমলকান্দা গ্রামের মো. মোতাবেল মিয়ার পুত্র মোঃ দুলাল মিয়া (৩৪)।

তাদের কাছ থেকে ২,৭৫০ পিস ইয়াবা, ১ টি মোবাইল ও মাদক বিক্রয়লব্ধ নগত ১,৫৯০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ