বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত- সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব, ইনশাল্লাহ।

রবিবার (১৭ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা পৃথক পৃথক সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহ সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই খছরু, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান শাহিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সাব্বির, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ প্রমুখ।