সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
পঞ্চগড়ে সীমান্ত থেকে ১৯ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
অনলাইন ডেস্ক
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১৯.৩০৩ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
আটক চোরাবারবারির নাম মো. জুয়েল (৩২)। তিনি হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া গ্রামের মো. আফসারের ছেলে।
রবিবার সকাল সোয়া নয়টার দিকে সীমান্ত সংলগ্ন প্রধানপাড়া এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করে বিজিবি’র ঘাগড়া বিওপির টহল দল। আটককৃত স্বর্ণের মূল্য ১৫ কোটি টাকার উপরে।
নীলফামারী বিজিবি ৫৬ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ঘাগড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ননী গোপাল পালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৫৫/৪-এস হতে দেড় কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. জুয়েলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯টি স্বর্ণের বার, তার ব্যবহৃত মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৬৯০ টাকা উদ্ধার করা হয়। স্বর্ণের বারসহ আটক জুয়েলকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করেছে বিজিবি।
নীলফামারী বিজিবি ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, গোপন সূত্রের খবর পেয়ে বিজিবি ওই যুবককে আটক করে ১৯ টি স্বর্ণের বারসহ মোটরসাইকেল একটি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৬৯০ টাকা উদ্ধার করে। পরে তাকে পঞ্চগড় থানায় হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, হাড়িভাসা এলাকার ঘাগড়া সীমান্ত এলাকা থেকে আটক জুয়েলকে ১৯টি স্বর্ণের বারসহ থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি