সিলেট ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩
বিশ্বনাথে সড়ক সংস্কার কাজের উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে খানা-খন্দে ভরপুরের কারণে দীর্ঘদিন থেকে যান চলাচলের অনুপযোগী একটি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে মিয়ারবাজার-চান্দভরাং-করচাকেলি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মো. মোকাব্বির খান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ওই সড়কের ১৮০০ মিটার সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে স্থানীয় বল্লভপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী মনোহর আলীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বল্লভপুর যুব উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মো. মোকাব্বির খান এমপি।
সংস্থার সভাপতি হাফিজ আবদাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবু শাহ’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পাভেল সামাদ, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে, শিক্ষানুরাগী রায়হান আহমদ প্রমুখ। এসময় সংস্থার অন্যান্য দায়িত্বশীল ও গ্রামের প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি