কমলগঞ্জে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও সেবা গ্রহীতাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

কমলগঞ্জে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও সেবা গ্রহীতাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কমলগঞ্জে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও সেবা গ্রহীতাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেট বিভাগীয় কমিশনারের সাথে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মী এবং সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দিকী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান জিডিশন প্রধান সুচিয়াং, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দিকী, এনডিসি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ স্বাধীন না হলে আজ আমরা এ অবস্থানে আসতে পারতাম না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে এক সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সিলেট বিভাগের মানুষ অত্যন্ত শান্তি প্রিয় ও অতিথি পরায়ন। সিলেট বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারীর এখানে ভালো কাজ করার সুযোগ রয়েছে, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ অঞ্চলের উন্নয়ন আরও এগিয়ে যাবে। তিনি কমলগঞ্জ উপজেলায় একটি হিমাগার স্থাপন ও পর্যটনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আম্বাস প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরনণ করা হয়। এছাড়া আর্থিক ও কৌশলগত সহযোগিতার জন্য দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় উপজেলার ৬ টি ফেডারেশনের কুষ্ঠ আক্রান্তদের মধ্যে ২ লক্ষ ৭৯ হাজার ৭ শত টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ