আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি ইরানের

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি ইরানের

আমির আব্দুল্লাহিয়ান

আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি ইরানের

অনলাইন ডেস্ক

 

ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ বিভিন্ন ইস্যুতে আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি করছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান নিউ ইয়র্ক সফর শেষে এই দাবি করেছেন। তিনি বলেছেন, “ইরান সব সময় আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পাচ্ছে।”
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে তিনি সম্প্রতি নিউ ইয়র্ক যান এবং সেখানে সাত দিন অবস্থান করেন। সফর শেষে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-কে বলেছেন, “আমরা সব সময় আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পেলেও কার্যক্ষেত্রে তাদের আচার-আচরণের ভিত্তিতে আমরা তাদেরকে বিচার করে থাকি।”

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদির সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের প্রতি ইঙ্গিত করে আব্দুল্লাহিয়ান বলেন, ইরান কেবল ওইসব পরিকল্পনাকেই গুরুত্ব দেবে যেগুলো ইরানি জাতির স্বার্থকে ভালোভাবে নিশ্চিত করবে, রেড লাইন মেনে চলবে এবং চূড়ান্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করবে ও সব পক্ষকে তাদের প্রতিশ্রুতিতে ফিরিয়ে আনবে।”

ভিয়েনায় এর আগে কয়েক মাস ধরে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা হলেও এখন তা স্থগিত রয়েছে। সূত্র: শার্গ ডেইলি, তেহরান টাইমস

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ