সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩
খান রোকনুজ্জামান
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রোকনুজ্জামান গ্রেফতার
অনলাইন ডেস্ক
সাতক্ষীরার কুখ্যাত রাজাকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খান রোকনুজ্জামানকে (৭২) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার তাকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম।
শিহাব করিম জানান, গ্রেফতারকৃত খান রোকনুজ্জামান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তিনিসহ রাজাকার বাহিনীর দোসররা সাতক্ষীরা এলাকায় মুক্তিকামী মানুষের ওপর নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা, গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী কাজ করেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে খান রোকনুজ্জামান মানবতাবিরোধী কাজে সরাসরি অভিযুক্ত।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের সঙ্গে নিয়ে খান রোকনুজ্জামান সাতক্ষীরা জেলায় পাঁচজনকে গলা কেটে ও একজনকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেন। এছাড়া দু’জনকে ধর্ষণ ও ১৪ জনকে আটক করে নির্যাতনের ঘটনায় জড়িত ছিলেন। এই অভিযোগে ২০১৫ সালে সাতক্ষীরায় খান রোকনুজ্জামানের বিরুদ্ধে অবৈধভাবে আটক করে নির্যাতন, ধর্ষণ, হত্যা, গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী কাজে জড়িত থাকার অপরাধে একটি মামলা দায়ের হয়। পরবর্তীকালে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৫ সালের ৭ আগস্ট তদন্ত কার্যক্রম শুরু করে। যা ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।
২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খান রোকনুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে। তদন্ত শেষে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী খান রোকনুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ছয়টি অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তার বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২২ সালের মার্চ মাসের ২৪ তারিখ মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে আরো জানান র্যাবের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি