সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩
১১৭ এতিম শিশুর রক্তের গ্রুপ নির্ণয় করলো শাবির সঞ্চালন
অনলাইন ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদানমূলক অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’ কর্তৃক সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় সরকারি শিশু পরিবারের (বালক) ১১৭ জন এতিম শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন করেছে।
শনিবার(৭ অক্টোবর) এসব রক্তেত গ্রুপ নির্ণয় করা হয় বলে সংগঠিনটির সাধারণ সম্পাদক মহসিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
সংগঠকরা জানান, রোববারের মধ্যে সকল এতিম শিশুদের পরিচয় পত্র বানানোর জন্য রক্তের গ্রুপ নির্ণয় জরুরি ছিলো।তাই তারা এ উদ্যোগ গ্রহণ করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের ১৪তম কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান, সংগঠনের সভাপতি মো:শাহরিয়ার মাহমুদ, মো.মিজানুর রহমান ও মো: তহির এবং সঞ্চালনের ১৫ তম কমিটির সদস্যবৃন্দ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো.মহসিন মিয়া বলেন,‘সঞ্চালন সবমসময় রক্তদিয়ে,রক্তের গ্রুপ নির্ণয় করে, ঈদ বস্ত্র বিতরণ,শীত বস্ত্র বিতরণসহ বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রান বিতরণ করে মানুষের পাশে থাকে। আজকে অতিবৃষ্টির দিনে ক্যাম্পাসে এবং বর্ণমালা পয়েন্টর পর হাঁটু সমান পানি পেরিয়ে এতিম বাচ্চাদের রক্তের গ্রুপ নির্ণয়মূলক কার্যক্রম সম্পন্ন করেছি। আগামীতে ও সঞ্চালনের এসব স্বেচ্ছাসেবক মূলক কার্যক্রম আরও প্রসারিত করার চেষ্টা অব্যাহত থাকবে।’
সংগঠনের সভাপতি মো.শাহরিয়ার মাহমুদ বলেন, সঞ্চালন সব-সময় মানুষের সেবায় নিয়োজিত। এতিম শিশুদের কথা জানার পর আমরা তাৎক্ষনিকভাবে এ স্থানে চলে আসি।ছোট শিশুদের সাথে আমরা খুব ভালো সময় অতিবাহিত করেছি।আমরা রক্তের গ্রুপ নির্ণয় শেষে প্রতিটি শিশুর সাথে চকলেট ভাগ করে খেয়েছি এবং অনেক আনন্দ করেছি। এতিম শিশুদের পাশে থাকতে পেরে আমরা খুব ই আনন্দিত।আমরা সরকারি শিশু পরিবার এবং উপতত্বাবধায়ক মহোদয়কে ধন্যবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি