ইসরায়েলি সেনা ও সাধারণ মানুষকে জিম্মি করেছে হামাস

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

ইসরায়েলি সেনা ও সাধারণ মানুষকে জিম্মি করেছে হামাস

ইসরায়েলি সেনা ও সাধারণ মানুষকে জিম্মি করেছে হামাস

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন যে, হামাসের যোদ্ধারা তাদের বেসামরিক নাগরিক ও সেনাদের জিম্মি করে রেখেছে গাজায়। তবে কী পরিমাণ মানুষকে হামাস জিম্মি করেছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইসরায়েল।

এর আগে হামাস জানিয়েছিল, তারা বেশ কিছু ইসরায়েলিকে জিম্মি করেছে।
ইসরায়েলের সেনাবাহিনীও কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মৃত ইসরায়েলি সেনাদের টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা। তাছাড়াও সাধারণ ইসরায়েলিদেরও গাজার দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, এখন পর্যন্ত ইসরায়েলি পাল্টা হামালা ১৯৮ ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়েছেন ১৬১০ জন। আর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ৪০ নাগরিকের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে। আহতের সংখ্যাও সাড়ে সাতশ’র বেশি।

সূত্র: খালিজ টাইমস/এপি

বিডি প্রতিদিন