সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩
সিলেট মিলেনিয়াম শপিং সেন্টারে ২ দোকানে দুঃসাহসিক চুরি
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ সিলেট মিলেনিয়াম মার্কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ২১মিনিট থেকে ১০টা ৩৫ মিনিটের ভেতরে মার্কেটের দুটি মোবাইলের দোকানে এই চুরির ঘটনা ঘটে।
এসময় চোরেরা দোকানের তালা খুলে প্রবেশ করে বেশ কিছু মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা আবার দোকানের সাটারে নতুন করে তালা দিয়ে যায়।
জানা যায়, সিলেট মহানগরীর জিন্দাবাজারের সিলেট মিলেনিয়াম মার্কেটে মোবি হাট ও সেল টেক ফোনের দোকানে সোমবার সকালে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মাত্র পনের মিনিটের মধ্যেই চোরেরা মার্কেটের ওই দুই দোকান থেকে নগদ ৫ লাখ টাকাসহ এক দোকানে থাকা ২৩৬টি মোবাইল ফোন ও ওপর দোকানে ১০৬টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
চুরির বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ডিবির টিম রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি