সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর শনিবার আরো ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় শনিবার (২০ জুন) রাতে এই তথ্য জানান। মোট ১৮৮ টি নমুনা পরীক্ষায় ৩২ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সিলেটের ৭ জন এবং হবিগঞ্জের ২৫ জন রয়েছেন।
এর আগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ২৫ টি নমুনা পরীক্ষায় সিলেটের ১ জন ও সুনামগঞ্জের ৩ জনের করোনা শনাক্ত করা হয়। দিন শেষে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা ১৬৯৬ জন এবং বিভাগে সেই সংখ্যা ৩ হাজার অতিক্রম করে ৩১২৫ জনে
এর আগে ১৮ জুন ওসমানীর পিসিআর ল্যাব থেকে ১৮৮ টি নমুনা পরীক্ষার পর সিলেটের ৪১ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ছিলো মোট ২৯৮৬ জন। বিকেলে বিভাগের চারজেলা মিলে এই সংখ্যা এখন ৩০৯৩ জনে বৃদ্ধি পেলো। এর মধ্যে সিলেট জেলায় ১৬৮৯, সুনামগঞ্জে ৭৮৮, হবিগঞ্জে ৩৭০ ও মৌলভীবাজার জেলায় ২৭১ জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি