একটি গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করতে চায় : জৈন্তাপুরে মন্ত্রী ইমরান

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

একটি গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করতে চায় : জৈন্তাপুরে মন্ত্রী ইমরান

একটি গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করতে চায় : জৈন্তাপুরে মন্ত্রী ইমরান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বাংলাদেশে। যা বিশ্বের কাছে একটি রোল মডেল। এই দেশে ২০০১ পরবর্তী সময়ে সাম্প্রদায়িক হামলা কিংবা জঙ্গিবাদের মত কালো অধ্যায় এখন আর নেই।

কিন্তু একটি গোষ্ঠী এখোনোও এই সম্প্রীতি বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব কে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।

শুক্রবার (১৩ই অক্টোবর) জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও জৈন্তাপুর উপজেলা পূজা উৎযাপন পরিষদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বক্তব্যে আরো বলেন, আজকে আমি এসেছি পূজার আনন্দ উপভোগ করতে।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- এই মূলমন্ত্রে প্রাধান্য দিয়ে বর্তমান সরকার প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু একটি পক্ষ আসন্ন শারদীয় দূর্গা পূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী অপপ্রচার কিংবা গুজব চালাতে পারে।

সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকলকে একসাথে পূজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার অনুরোধ জানান তিনি।

এ সময় জৈন্তাপুর উপজেলায় ছোট-বড় ২৩টি পূজা মন্ডপে শারদীয় শুভেচ্ছা হিসেবে সরকার কর্তৃক ও মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে সহায়তার অনুদান প্রদান করা হয়।

জৈন্তাপুর সার্বজনীন পূজা উৎযাপন কমিটির সভাপতি ( ভারপ্রাপ্ত) নিবারণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেবের সঞ্চালনায় এসময়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মো আল আমিন, জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী সহ উপজেলা সার্বজনীন পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ ও আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ২০২৩-২৪ অর্থ বছরে রবিমৌসুমে ও একই অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে প্রনোদনা কর্মসূচির আওতায় আড়াই হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক স্যার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ