সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক ::
শ্রীমঙ্গলে নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৩। দিবসটির মূল প্রতিপাদ্য ছিল “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ শ্রীমঙ্গলের আয়োজনে উপজেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা চত্বরে এসে শেষ হয় শোভাযাত্রাটি।
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শ্রীমঙ্গল স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে উপজেলা প্রাঙ্গণে শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবু তাহের এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি