সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
বিয়ানীবাজারে পূজায় ২১ টন চাল বরাদ্দ
অনলাইন ডেস্ক
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শারদীয় দুর্গোৎসবে ২১ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সরকার এ বরাদ্দ প্রদান করেছে।
পূজা মন্ডপ প্রতি ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। মন্দির কমিটির সভাপতি বা সম্পাদক এ চাল উত্তোলন করে মন্দিরে আগত ভক্তদের প্রসাদের আয়োজন করবেন।
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঢাকের বাদ্যে মেতে ওঠবে উপজেলার হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দুর্গার আগমনে দূর হবে সকল অশুভ শক্তি।
এ উপলক্ষে বিয়ানীবাজারের মণ্ডপগুলোতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার বিয়ানীবাজার উপজেলার ৪২টি সার্বজনীন পূজা মন্ডপে শারদীয় তিথিতে দুর্গাপূজা উদ্যাপিত হবে এবং ১৮টি ব্যক্তিগত মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, সরকার থেকে সার্বজনীন মন্ডপগুলোর জন্য প্রতিটিতে ৫শ’ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের কাছে মন্ডপের তালিকা আছে। মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এখনই পূজার চাল উত্তোলন করতে পারবেন। পূজা শুরুর আগেই চাল বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হবে। তবে ব্যক্তিগত মন্ডপের জন্য কোন বরাদ্দ নেই বলে জানান তিনি।
পূজা উদযাপনকে ঘিরে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিয়ানীবাজার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সনাতন ধর্মীয় নেতা সজীব ভট্রাচার্য বলেন, শারদীয় দুর্গোৎসব উদযাপনে সরকার প্রতি বছর চাল বরাদ্দ দিয়ে আসছে। এ বছর সরকার বিয়ানীবাজারে ২১ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এ চাল দিয়ে মন্দিরে আগত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। পূজার ৫ দিনের প্রসাদের আয়োজন এ চাল দিয়েই করা হয়ে থাকে। পূজায় এ সহায়তা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমরা এ বছর উৎসব মুখর পরিবেশ পূজা উদযাপন করব।
তিনি জানান, ষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। শান্তিপূর্ণ পরিবেশে এবারের পূজা উদযাপন করা হবে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি