সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
পর্যবেক্ষক নয়, আমাদের দরকার ভোটার: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে আমাদের পর্যবেক্ষক দরকার নাই, আমাদের দরকার ভোটার। আমরা এলাকায় যাচ্ছি। জনগণ যদি ভোট দেয়, তারা যদি নির্বাচনে আসে এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা বিদেশিদের ওপর নির্ভরশীল না।
রোববার (১৫ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক ও তাদের দেওয়া বিবৃতি প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, মার্কিন প্রাক-নির্বাচনী দলের বিবৃতি ও পাঁচ দফা পরামর্শকে স্বাগত জানায় ঢাকা। তবে এসব পরামর্শ নেয়া হবে কি না তা সরকারের নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই। মার্কিন প্রাক নির্বাচনী মিশনের পরামর্শকে স্বাগত জানায় ঢাকা। তারা মাতব্বরি করে গেছে। এ বিবৃতি নিয়ে ইয়েস-নো কিছুই বলার নেই। প্রস্তাব দিতে তো বাধা নেই। নেব কি নেব না, এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত।‘
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা আমাদের কাছে আসে। তারা (বিদেশিরা) আসে, তারা (বিদেশিরা) অনুরোধ করে। দেখেন, আমেরিকার কত লোক আসছে আমাদের কাছে। আমরা তাদের কাছে যাই না। তারা আমাদের মিশনে এসে দেখা করেছে। আমরা যাই না, আমরা তাদের হাউসে যাই না। তারা এসেছে আমাদের দপ্তরে।’
ড. মোমেন বলেন, ‘সংলাপ তো আমরা করছিই, তারা চাইলে তারাও করুক, কোনো আপত্তি নেই। আমরা সংলাপের পক্ষে সবসময়ই। সব দল মত নির্বিশেষে আলাপ করি আমরা। তাদের কথা (যুক্তরাষ্ট্র) তারা বলেছে, সরকারের ওপর আস্থা রাখুন।‘
বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘বিভিন্ন দেশের লোকেরা এসে সাক্ষাৎ করছেন দ্বিপক্ষীয় আলোচনার জন্য। সেই ফাঁকে কেউ কেউ নির্বাচনের কথা বলেন। আর এটা আপনাদের গরম বিষয় (হট টপিক)। তারা (বিদেশিরা) খুব মজা পান, বাংলাদেশের মিডিয়া তাদের পাত্তা দেয়। এ জন্য তারা উপভোগ করেন।’
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকে কথা বলে মজা পায়, এটা একটা খেলা। বিদেশিরা এটা নিয়ে খুব মজা পায়। অন্য দেশে কেউ তো পাত্তা দেয় না। আর আপনারাও মজার মধ্যে তাদের উসকানি দেন। এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮ অক্টোবর সৌদি আরবে ফিলিস্তিন সংকট নিয়ে ওআইসির বৈঠক রয়েছে। সেখানে যোগ দিচ্ছে বাংলাদেশ। দুই রাষ্ট্র নীতি বাস্তবায়নই ফিলিস্তিন সমস্যার সমাধান সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি