সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
সিডনিতে পড়ুয়ার আসরের সংবর্ধনা অনুষ্ঠান
অনলাইন ডেস্ক
পড়ুয়ার আসর এর উদ্যোগে গত ১৫ অক্টোবর (রবিবার) রৌদ্রস্নাত সকালে মাউন্ট আনান বোটানিক্যাল গার্ডেনের লেকসাইডে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। “যে দেশে গুনীর কদর নেই সে দেশে গুনী জন্মাতে পারেনা”। ড. মুহাম্মদ শহীদুল্লাহর এই বিখ্যাত উক্তির সূত্র ধরেই পড়ুয়ার আসর এবার সিডনিতে যারা শিল্প, সংস্কৃতি ও কমিউনিটির কাজে বিশেষ প্রতিভার সাক্ষর ও অবদান রেখেছেন, তাদেরকে সংবর্ধনা জানিয়েছে।
পবিত্র কোরআন থেকে তেলয়াতের পর সকালের নাস্তা পরিবেশিত হয়। তারপর রোকেয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। সদ্য সমাপ্ত SAFAL (South Asian Film, Arts & Literature) অনুষ্ঠানে আর্ট ক্যাটেগরিতে প্রথম পুরষ্কার অর্জনের জন্য শামীম হাসানকে এই প্রথম কোন বাংলাদেশী এই বিরল সন্মান অর্জন করে কমিউনিটিতে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনেন।
SAFAL আয়োজিত দক্ষিণ এশিয়া ভিত্তিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় বাংলাদেশী এম্বাসেডর হিসাবে কাজ করে বাংলদেশী সংগীত ও চিত্রকলাকে বিশেষ ভাবে তুলে ধরায় সাকিনা আক্তারকে সংবর্ধনা দেয়া হয়। তিনি পেন্সিল অস্ট্রেলিয়ার মডারেটর, বহুমুখী সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সক্রিয় ভাবে জড়িত এবং পড়ুয়ার আসরের অন্যতম সদস্য।
সিডনির ক্যাসুলা পাওয়ার হাউজ অডিটোরিয়ামে অত্যন্ত সফলতার সাথে প্রথম বারের মতো একক সঙ্গীতানুষ্ঠান সম্পন্ন করা এবং পড়ুয়ার আসরে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালনের জন্য রবীন্দ্র সংগীতশিল্পী রুমানা ফেরদৌসী লনীকে সংবর্ধনা জানানো হয়। তিনি পড়ুয়ার আসরের সাংস্কৃতিক সম্পাদক।
অনুষ্ঠানে পড়ুয়ার আসরের পক্ষ থেকে ফুলের তোড়া,শুভেচ্ছা কার্ড ও গিফ্ট ভাউচার তুলে দেন সমাজকর্মী মোহাম্মদ সফিকুল আলম, সংগঠক গামা আব্দুল কাদির এবং পড়ুয়ার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা নাসরিন মোফাজ্জল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গামা আব্দুল কাদির, মোহাম্মদ সফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা সাদাত হোসেন, বিশিষ্ট সাংবাদিক নাইম আব্দুল্লাহ, ডা ইকবাল হোসেন, মেহেদী হাসান, সাকিনা আক্তার, শামীম হাসান, রুমানা ফেরদৌস লনী এবং লায়লা লজি। উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব লী মনিরুল হক জর্জ, সাংবাদিক সংগঠক আবু তারিক, শাহজাহান চৌধুরী, ইন্জিনিয়ার সাজ্জাদ হোসেন, লাক্স স্কিন আস্থেনিক ক্লিনিকের সত্ত্বাধিকারী ইশরাত সুলতানা, দেশী ক্যাটারিং এর সত্ত্বাধিকারী সিনথিয়া প্রমুখ।
নাসরিন মোফাজ্জল উপস্থিত সকলকে দুপুরের খাবারের আমন্ত্রণ ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে সম্মিলিত ভাবে বই পড়া এবং শুদ্ধ ধারার সাহিত্য সংস্কৃতি চর্চার মহৎ উদ্দেশ্যে পড়ুয়ার আসরের পদযাত্রা শুরু হয়। জন্মলগ্ন থেকে পড়ুয়ার আসর প্রতি দুই মাসে একটি পাঠপর্ব ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় আগামী ১০ই ডিসেম্বর (রবিবার) পড়ুয়ার আসর ‘বেগম রোকেয়া’ দিবস উপলক্ষ্যে বিশেষ পাঠপর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি