সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির মানববন্ধন
অনলাইন ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাবি শিক্ষক সমিতির আয়োজনে ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, নিরস্ত্র ফিলিস্তিনের সাধারণ জনগনের উপর ইসরাইলের হামলা মেনে নেয়া যায় না। অবিলম্বে এ হামলা বন্ধে জাতিসংঘসহ বিশ্বনেতৃবৃন্দের জোড়ালো ভূমিকা রাখতে হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, ইসরাইল ফিলিস্তিনের জনগনের উপর আজরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশের জনগন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের পাশে ছিলো, আছে, থাকবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
মানববন্ধনে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি চন্দ্রানী নাগ, সাধারণ সম্পাদক, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি