সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
‘শেখ হাসিনার সুষ্ঠু পানি ব্যবস্থাপনায় ফসলের উৎপাদন বেড়েছে’
অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ফলে ফসল উৎপাদন বেড়েছে। বেড়েছে খাদ্যের উৎপাদন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করেন, যা বিগত কোনো সরকার করেনি। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। যা বিএনপি-জামায়াতের আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকার যখনি ক্ষমতায় আসে দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু কন্যা জনগণের কল্যাণটাই সব সময় গুরুত্ব দেন। দেশ ও দেশের মানুষের উন্নয়নের স্বার্থে আবারও জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাই সকলেই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৬৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টার’ এবং ৮০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প ও পুনঃখননকৃত ৪৩০টি ছোট নদী-খাল-জলাশয়ের উদ্বোধন করেন।
এসময় দিনাজপুর সদরের আস্করপুর ইউপির গৌরীপুরে ৬২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে খরা মৌসুমে সম্পূরক সেচ প্রদানের লক্ষ্যে পুনর্ভবা নদীর উপর সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রধানমন্ত্রীর পক্ষে ফলক উন্মোচন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এ ছাড়া বক্তব্য রাখেন উপ-সচিব মোরারজী দেশাই বর্মন, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, ঠাকুরগাও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মো. আরমানুল হক পার্থ, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের মো. ইসহাক চৌধুরী সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, শশরা ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মোতাহার হেসেন, আস্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি