সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
শ্রীমঙ্গলে র্যাবের হাতে ৫ অজ্ঞান পাটির সদস্য গ্রেপ্তার
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ অজ্ঞান পাটির সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সদস্যরা।
রোববার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক টিম শ্রীমঙ্গল উপজেলার বিভিন স্থান থেকে অজ্ঞান পাটির সক্রীয় ৫জন সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার দক্ষিণ রাজটিলা গ্রামের তুফান আলীর ছেলে ইব্রাহিম মিয়া (৫৯), বালিগাঁও গ্রামের মতি মিয়ার ছেলে মো. শাহাব উদ্দিন (৩৪), কলিম উল্লাহ চৌধুরীর ছেলে মো. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (৩৩), রাজটিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে শরীফ মিয়া (২৩) ও শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাবিব মিয়ার ছেলে জুবায়ের মিয়া (২৫)।
র্যাব-৯ সুত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বড়লেখা উপজেলার ছাবিয়া নামের এক নারী বড়লেখা বাজারস্থ পূবালী ব্যাংক থেকে ৭৫ হাজার টাকা উত্তোলন করেন। সেই টাকা থেকে তিনি ২ হাজার টাকা আলাদা করে ৭৩ হাজার টাকা তার ব্যাগে করে নিয়ে যাবার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। অজ্ঞানপার্টির সদস্যরা ছাবিয়া বেগমকে ঔষুধ প্রয়োগ করলে তিনি জ্ঞানহীন হয়ে পড়েন।
পরে ছাবিয়া বেগমের ব্যাগের রাখা টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞানপার্টির সদস্যরা। পরদিন ২৬ সেপ্টেম্বর এ ঘটনায় ছাবিয়া বেগমের ছেলে বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করেন। আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বড়লেখা থানায় হস্তান্তর করে র্যাব।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি