সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
পাকিস্তানের অভিযোগ নিয়ে কী বললেন আইসিসি প্রধান?
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের চলতি আসর নিয়ে চলছে তর্ক-বিতর্কের ঝড়। দর্শকখরা আর পিচের মান নিয়ে আলোচনা হচ্ছে হরহামেশাই। বিশ্বকাপের ১১দিন পার হলেও এখন পর্যন্ত দর্শক বিবেচনায় বৈশ্বিক আসরটি জমে উঠেনি। স্বাগতিক ভারতের ম্যাচ ব্যতীত প্রায় সব ম্যাচেই খালি গ্যালারি চোখে পড়েছে। আবার ভারতের ম্যাচে পিচের প্রকৃতি নিয়েও আছে বিস্তর অভিযোগ।
আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচে অবশ্য এসেছিলেন ১ লাখ ৩২ হাজার দর্শক। এদের মধ্যে প্রায় সবাই ছিলেন ভারতীয়। ভিসা জটিলতায় আসা হয়নি পাকিস্তান সমর্থকদের। এই নিয়ে কড়া অভিযোগ করেছিলেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। আহমেদাবাদের আবহ দেখে তার কাছে নাকি মনে হয়েছে, এটা আইসিসি নয়, বরং বিসিসিআইয়ের কোনো ইভেন্ট।
গতকাল ভারতের মুম্বাইয়ে সাংবাদিকদের সামনে এসেছিলেন আইসিসি প্রধান গ্রেগ বার্কলে। সেখানে আসে আর্থারের মন্তব্যের প্রসঙ্গও। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রতিটি ইভেন্ট নিয়েই বিভিন্ন মহল থেকে সব সময়ই সমালোচনা হয়। এসব নিয়েই আমরা এগিয়ে যাব এবং আরও ভালো করার চেষ্টা করব।’
বিশ্বকাপে দর্শক–খরা নিয়ে বার্কলের খুব একটা উদ্বেগ নেই। তার মতে, এখনও বিশ্বকাপ কেবল ‘শুরু’ হয়েছে, ‘ইভেন্টটা কেবল শুরু হয়েছে। দেখা যাক, পুরো টুর্নামেন্টটা কেমন হয়। টুর্নামেন্ট শেষে আমরা পর্যালোচনা করব, দেখব বিশ্বকাপগুলো আর ক্রিকেটের অন্যান্য সুবিধার উন্নতি কীভাবে করা যায়।’
শেষে বার্কলে সফল একটি বিশ্বকাপের প্রত্যাশার কথাই ব্যক্ত করেছেন, ‘আমার বিশ্বাস যে এটা অসাধারণ এক বিশ্বকাপ হবে।’
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি