ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান : এনডিএফ

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩

ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান : এনডিএফ

ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান : এনডিএফ

সংবাদ বিজ্ঞপ্তি

 

গাজায় ফিলিস্তিনি জনসাধারণের উপর ইসরাইলের আগ্রাসন-দখলদারিত্বের প্রতিবাদে ১৭ অক্টোবর জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল ৪.৩০ মিনিটের সময় ক্রীণ ব্রীজ সংলগ্ন মুখে জমায়েত হয়ে এক বিক্ষোভ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক সমাবেশ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি আবুল ফজল এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি সুরুজ আলী, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), শাবিপ্রবি শাখার সহ-সভাপতি সজিব আহমদ, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, দপ্তর সম্পাদক বদরুল আজাদ, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মনির হোসেন, সহ প্রমুখ:
বক্তারা বলেন, ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপাচ্যের একটি রাষ্ট্র। ইসরাইল সমগ্র জেরুজালেম শহরকে তার রাজধানী বলে দাবী করে আসছে, যদিওবা এই মর্যাদা সংখ্যাগরিষ্ট দেশ স্বীকার করেনা। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত হওয়ায় দেশটির অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রাণকেন্দ্র এবং বৃহত্তম নগর এলাকা। ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলি বসবাসকারীদের অবৈধ দখলদারিত্ব ও স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদ বরাবরই করে আসছে। সম্প্রতি দুই দেশের মধ্যে কাজের অধিকার সংকোচিত করা, আল-আকসা মসজিদে প্রবেশ নিয়ন্ত্রিত করা, সাংবাদিক হত্যাসহ নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পদক্ষেপ গাজাবাসীদের অসন্তোষ তীব্রতর করে তুলেছে। যার সুযোগে এ অঞ্চলকে নিয়ে আন্ত:সাম্রাজ্যবাদী যে পরিকল্পনা তা ইসরায়েল ও ফিলিস্তিনের উভয়পক্ষের সাধারণ জণগনের জীবকে উপেক্ষা করে বৃহত সাম্রাজ্যবাদের লক্ষ্যে পুঁজিবাদী চীন ও সাম্রাজ্যবাদী রাশিয়া স্বীয় লক্ষ্য অর্জনে পরিকল্পনা গ্রহণ করছে। ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিটি যুদ্ধেই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্থ হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের সাধারণ জণগন।
বক্তারা প্যালেস্টাইনে আগ্রাসন-দখলদারিত্ব ধারাবাহিক হত্যাকান্ডের জন্য দায়ী মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্য এবং তাদের স্বার্থরক্ষাকারী ইসরাইলের বিরুদ্ধে এদেশ সহ সারাবিশে^র সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং মধ্যপ্রাচ্যকে নিয়ে আন্ত:সাম্রাজ্যবাদী আধিপত্য, প্রতিদ্ধন্ধিতা ও এ অঞ্চলকে উভয়পক্ষের আগ্রাসী যুদ্ধের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদীদের স্বার্থ হাসিল করার যে পাঁয়তারা তার বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহবান জানান।

 

 

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
14151617181920
21222324252627
28293031   
       
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ