সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
ফাইল ছবি
ঢামেকে যুদ্ধাপরাধীসহ দুই কারাবন্দীর মৃত্যু
অনলাইন ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক যুদ্ধাপরাধীসহ দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে তারা মারা যান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাস কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন-খিলগাঁও থানার মাদক মামলায় বন্দী মিজানুর রহমান পলাশ (৪৫)। অপরজন মানবতাবিরোধী অপরাধের দায়ে বন্দী আজাহার আলী সিকদার (৭৮)। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, বুধবার মিজানুর রহমানকে অসুস্থ অবস্থায় কয়েকজন কারারক্ষী কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ৭টা ২১ মিনিটে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তিনি খিলগাঁও থানার একটি মাদক মামলায় বন্দী ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জের ওয়াজ উদ্দিনের ছেলে।
অপরদিকে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বন্দী ছিলেন আজাহার আলী সিকদার। তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে, গত সোমবার তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়।
বাগেরহাট জেলার কচুয়া এলাকার মৃত আহামদ আলীর ছেলে আজহার। চলতি বছর গত ২১ মে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি