সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
তিন ক্যাটাগরিতে সেরা জয়পুরহাট জেলা পুলিশ
অনলাইন ডেস্ক
জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মামলা তদন্তের পর আদালতে জমা দেওয়া চার্জশিটের ভিত্তিতে সাজা হয়েছে ৬৭.৬৮ শতাংশ আসামির, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া ওয়ারেন্ট তামিল এবং আইনশৃঙ্খলা উন্নয়ন সূচকে প্রথম স্থান অর্জন করেছে জয়পুরহাট জেলা।
তিন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ তথ্য উঠে আসে। সভায় আইজিপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশের সকল ইউনিট প্রধান।
জানা গেছে, ওয়ারেন্ট তামিলে ‘ওয়ারেন্ট মাস্টার’ খ্যাত জয়পুরহাট জেলার পুলিশ সুপার নূরে আলম সারাদেশের মধ্যে এবারও জিআর, সিআর ও সাজা-এই তিনটি ক্যাটাগরিতেই প্রথম হয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা উন্নয়ন সূচকে সারাদেশে ‘গ’ ক্যাটাগরিতে জয়পুরহাট জেলা বরাবরের মতো প্রথম স্থান অর্জন করেছে।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার নূরে আলম বলেন, জয়পুরহাট জেলা পুলিশ টিম ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এর জন্য মামলা তদন্ত কার্যক্রম সঠিকভাবে তদারকির পাশাপাশি, বিচারিক কার্যক্রমের সময় সাক্ষীদের হাজির করাও নিবিড়ভাবে তদারকি করা হয়। এ ছাড়া আসামি গ্রেপ্তারের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদারকি করা হয়। এতে করে জয়পুরহাট জেলা প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি