সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
রিজার্ভ কিছুটা কমলেও শঙ্কার কিছু নেই : হানিফ
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘রিজার্ভ নিয়ে চিন্তিত হবার কিছু নেই। ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে যাত্রা শুরু করেছিলাম। সেই সময় বাংলাদেশের রিজার্ভ ছিল-এক বিলিয়ন ডলারের নিচে। সেই রিজার্ভ আমরা নিয়ে গিয়েছিলাম ৪০ বিলিয়ন ডলারের উপরে। ২ বছর করোনাকালীন মহাদুর্যোগ কাটিয়ে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যেখানে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা যাচ্ছে, যার প্রভাবে কিছুটা প্রভাব বাংলাদেশের উপরেও আছে। সংকট কাটাতে আমাদের অনেক বিনিয়োগ করতে হয়েছে, আমদানি করতে হয়েছে। এতে রিজার্ভ কিছুটা কমে আসছে। কিন্তু এখন যা আছে তাতে রিজার্ভ নিয়ে শঙ্কার কিছু নেই।
বুধবার সকাল বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১২তম দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।
হানিফ বলেন, ইতোমধ্যে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষণ থেকে প্রত্যেকেই বলেছেন সংকট কাটিয়ে বাংলাদেশের রিজার্ভ যে পর্যায়ে আছে তাতে এখন পর্যন্ত স্বস্তিদায়ক অবস্থায় আছে, এটি নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’।
বৈদেশিক ঋণ সংক্রান্ত বিষয়ে হানিফ বলেন, ‘বৈদেশিক ঋণ বিষয়ে পৃথিবীর আরও অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। ঋণ পরিশোধে বাংলাদেশ আজ পর্যন্ত ঋণের যে পে-ব্যাক তাতে কখনও খেলাপি হয়নি’।
হানিফ আরও বলেন, ‘বিএনপির দুই শীর্ষ নেতা হলেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, দু’জনেই দণ্ডপ্রাপ্ত। এরকম একটা দলকে কেন মানুষ গ্রহণ করবে? এইটা বিএনপি জানে যে তাদের জয়লাভের কোন সুযোগ নেই। সেকারণেই নানা টালবাহানা দেখিয়ে বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে’।
এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি