সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
গাজায় ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসযজ্ঞ। ছবি: সংগৃহীত
গাজার জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা উপসাগরীয় দেশগুলোর
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অত্যাবশ্যক মানবিক সহায়তা কার্যক্রমের জন্য অবিলম্বে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা ঘোষণা করেছে উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা পরিষদের (জিসিসি) মন্ত্রী পরিষদ।
বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই সংস্থার সদস্য।
মঙ্গলবার ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত কাউন্সিলের ৪৩তম বিশেষ বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।
একই সঙ্গে মিশর ও জর্ডানের সহযোগিতায় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগের প্রস্তাবিত যৌথ উদ্যোগের জন্য কাউন্সিল তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসানের বিষয়ে অবস্থান নিশ্চিত করে জিসিসি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে।
জিসিসি সদস্যরা ১৯৬৭ সালের প্রস্তাবিত সীমানার উপর ভিত্তি করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছে, যেই প্রস্তাবে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে মনোনীত করা হয়েছিল।
একই সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তারা মানবিক সহায়তা, ত্রাণ সরবরাহ এবং মৌলিক চাহিদার জন্য নিরবচ্ছিন্ন যাতায়াতের অনুমতি দিয়ে অবৈধ অবরোধ তুলে নেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।
বৈঠকে বিদ্যুৎ, পানি, এবং গাজার বাসিন্দাদের জন্য জ্বালানি, খাদ্য এবং ওষুধ সরবরাহের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো সরবরাহের উপর জোর দেওয়া হয়।
সেই সঙ্গে উপসাগরীয় এই দেশগুলো ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত বা স্থানান্তর করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনিদের নিজেদের মাতৃভূমিতে স্থায়ী বসবাসের ব্যবস্থা করার জন্য অটল সমর্থন ব্যক্ত করেছে।
সেই সঙ্গে গাজা আক্রমণ বা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার জন্য ইসরায়েলের যেকোনো পরিকল্পনা বা অভিপ্রায় সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে জিসিসি। সূত্র: সৌদি গ্যাজেট
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি