সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
শাবি শিক্ষার্থীদের নিয়ে ‘সুশৃঙ্খল জীবনই সফলতার মূলমন্ত্র’ শীর্ষক সেমিনার
অনলাইন ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘সুশৃঙ্খল জীবনই সফলতার মূলমন্ত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে জিইই সোসাইটিএই সেমিনারের আয়োজন করেন।
এতে জিইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক নাজমুল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন, জিইই বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. তরীকুল ইসলাম ও সহকারী অধ্যাপক সৈয়দা আয়েশা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয় একটি পরিবারের মত। এখানে যারা অংশীজন আছেন তাদের সবার সম্প্রীতি ও পারস্পারিক সমন্বয়ের প্রয়োজন রয়েছে। এতে বিশ্ববিদ্যালয় অগ্রগতির দিকে যাবে।
এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, সফলতা পেতে হলে পড়াশোনা করতে হবে। এজন্য সুশৃঙ্খল জীবন পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে তোমাদেরকে আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে। সবসময় একটি বিষয় তোমরা মনে রাখবে, কথা বা কাজে কোন দিন কাউকে কষ্ট দিও না। এতে ওই ব্যক্তির মধ্যে হতাশা কাজ করবে; ঘটতে পারে বড় দুর্ঘটনা। পাশাপাশি শিক্ষকদের সবসময় সম্মান করবে। শিক্ষকরা তাদের মেধা ও শ্রম দিয়ে তোমাদের ভবিষ্যতকে উজ্জ্বল পথের দিশা দেখায়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি