সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
ছোটমনি নিবাসে শিশু রাসেলের জন্মদিন পালন
মানবিক চেতনাসম্পন্ন মানুষ দেশের
শিশু-কিশোরদের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ :
সৈয়দা জেবুন্নেছা হক
অনলাইন ডেস্ক
শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা সমাজ সেবা কার্য্যালয়ের উদ্যোগে ছোটমনি নিবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সৈয়দা জেবুন্নেছা হক বলেন, দেশিবিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর আদর্শ, তাঁর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে ১১ বছরের শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করেছিলো। কিন্তু দুষ্কৃতকারীরা সফল হয়নি। মানবিক চেতনাসম্পন্ন সকল মানুষ আজ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাÐের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে প্রতিপ্রæতিবদ্ধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছোটমণি নিবাসের শিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন। এসময় ছোটমনি নিবাসের উপ-তত্বাবধায়ক লাকী পুরকায়স্থসহ বাগবাড়িস্থ সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি