সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ফাইল ছবি
বাইডেনের পর ইসরায়েল সফরে যাচ্ছেন ঋষি সুনাক
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর আজ ইসরায়েল সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন তিনি। খবর বিবিসির।
সেইসঙ্গে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ সফর করার কথা রয়েছে তার।
গাজায় ক্রমাগত আক্রমণের মধ্যেই বুধবার তেল আবিব সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হচ্ছে। কারণ, যুদ্ধ চলাকালীন সময়ে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল সফর করছেন।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল হামলা চালানোর পর দেশটির প্রতি দৃঢ় সমর্থন দেন বাইডেন। সেই সমর্থনের অংশ হিসেবে তেল আবিব সফরের সূচি নির্ধারণ করা হয়।
বাইডেন বলেন, আমি ইসরায়েলের জনগণ ও বিশ্বকে জানাতে চাই যে যুক্তরাষ্ট্র তাদের পাশেই আছে।
তবে সফরের আগের দিন গাজায় একটি হাসপাতলে ইসরায়েলি হামলায় ৫ শতাধিক মানুষ নিহত হওয়ার পর জটিল পরিস্থিতির মধ্যেই তেল আবিবে পা রাখলেন বাইডেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি