সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
বিভিন্ন কোর-রেজিমেন্টের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের রিক্রুট ব্যাচ-২০২৩ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুট ব্যাচ-২০২৩ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এবং আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ-২০২৩ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান ঘাটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলে অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর সাঁজোয়া কোর এর কুচকাওয়াজ অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও) এবং আর্মি মেডিকেল কোর এর কুচকাওয়াজ অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে সাঁজোয়া কোরে ২৪২ জন পুরুষ রিক্রুট, ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ১৩৪৯ জন পুরুষ রিক্রুট এবং আর্মি মেডিকেল কোরে ৪৩৭ জন রিক্রুট (পুরুষ ৩৯১ জন ও মহিলা ৪৬ জন) বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো।
অনুষ্ঠানসমূহের প্রধান অতিথিগণ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযুগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি