সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ এসপি আবদুল্লাহ আল মামুন
অনলাইন ডেস্ক
সর্বোচ্চসংখ্যক মামলা নিষ্পত্তির মাধ্যমে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসপি আবদুল্লাহ আল মামুনকে পুরস্কৃত করা হয়। তাঁর হতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট তুলেন সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম-সেবা)।
গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সর্বোচ্চসংখ্যক মামলা নিষ্পত্তি করে জেলার অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় সিলেট রেঞ্জের অধীনস্থ চার জেলার মধ্যে সিলেট জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
এছাড়া সভায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়নন্ত্রণে আবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল মনোনীত হয়েছেন গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার সাহিদুর রহমান, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন নিয়ন্ত্রণে অবদান রাখায় শ্রেষ্ঠ টিআই মনোনীত হয়েছেন টিআই (প্রশাসন) মো. রফিকুল ইসলাম মৃধা, অনুদঘাটিত মামলার রহস্য উদঘাটনে অবদান রাখায় কানাইঘাট থানার এসআই সোহেল মাহমুদকে শ্রেষ্ঠ তদন্তাকারী কর্মকর্তা এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হতে তদন্তকারী কর্মকর্তাদের এমসি, পিএম রিপোর্ট সংগ্রহ এবং পুলিশ সদস্যদের চিকিৎসার সহযোগিতা করে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কনস্টেবল মো. জনি চৌধুরীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি